শিরোনাম

উখিয়ায় ছুরিকাঘাতে নিহত ১ আহত ৫

 

এম.কলিম উল্লাহ,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর পূর্ব ভালুকিয়া তুলাতুলি গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহত যুবক এনামুল হক (২৫) ভালুকিয়া তুলাতুলি গ্রামের বাদশা মিয়ার পুত্র।

জানা গেছে,গত বৃহস্পতিবার ধান ক্ষেতের মাঠে গরু বেঁধে দেওয়াকে কেন্দ্র করে নিহত এনামুলের ফুফুর সাথে পাশ্ববর্তী শাহজাহানের পরিবারের তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে নিহতের ফুফুর মাথা ফেটে আহত হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘটনার জের ধরে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শাহজাহান তার ছেলে রেজাউল,মিযান, অলি উল্লাহ সহ অন্যান্যরা বাজার থেকে ফেরার পথে পথিমধ্যে নিহত এনামুল পরিবারের সাথে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে এনামুল মাঠিতে লুটিয়ে পড়ে। তাকে সংজ্ঞাহীন অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার এনামুলকে মৃত ঘোষনা করেন।

সংঘর্ষে নিহতের ফুফুতো ভাই, আলী আকবর এর ছেলে সাদেক হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন,তুচ্ছ একটি ঘটনা নিয়ে এরকম মর্মান্তিক মৃত্যু কাম্য নয়।

নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় নিহতের চাচা মনজুর আলম। তিনি খুনিদের কঠোর শাস্তি দাবী করেন।

এ ঘটনায় অলিউল্লাহ ও রেজাউলকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।আটক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :