শিরোনাম

উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর সদস্য অন্তর্ভুক্তি বিষয়ক সভা ২৬ মার্চ

 

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের নির্দেশনা অনুযায়ী ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর কমিটি গঠন ও সদস্য অন্তর্ভুক্তি বিষয়ক এক সভা আহবান করা হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় উখিয়াস্থ মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা আহবান করেছে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাবের’ আহবায়ক ওবাইদুল হক আবু চৌধুরী ও সদস্য সচিব পলাশ বড়ুয়া।

সভায় কক্সবাজারের উখিয়া থেকে প্রকাশিত (তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদীত) অনলাইন নিউজ পোর্টাল কিংবা গত ২ বছর ধরে নিয়মিত প্রকাশিত অথবা দেশের স্বীকৃত জাতীয়/বিভাগীয়/জেলা ও উপজেলা শহরের সংবাদ সংস্থা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আগ্রহী এবং যোগ্য সংবাদকর্মীদের নিয়ে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর কমিটি গঠনের জন্য নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করা হবে।

আবেদনকারীদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে :

১। নির্ধারিত ফি: প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ।

২। সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি-২ কপি।

৩। কর্মরত গণমাধ্যমের পরিচয়পত্র/নিয়োগ পত্র।

৪। নূন্যতম এইচএসসি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। তবে ৫ (পাঁচ) বৎসরের সাংবাদিকতা/সম্পাদনার কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।

নিউজটি শেয়ার করুন :