এম. কলিম উল্লাহ, উখিয়া: “পরিস্কার পরিছন্ন ঘরবাড়ী, ডেঙ্গুর বিস্তার রোধ করি” শ্লোগানে উখিয়া থানার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্টিত র্যালিতে কমিনিউটি পুলিশ, গ্রাম পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী উখিয়া থানার সামনে অনুষ্ঠিত পথসভায় সচেতনামূলক বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর, উখিয়া কমিনিউটি পুলিশিং এর সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি(তদন্ত) নুরুল ইসলাম, কমিনিউটি পুলিশিং এর নুরুল আবছার চৌধুরী, কপিল উদ্দিন, সরওয়ার কামাল পাশা সহ অন্যান্যরা।
সভায় বক্তরা, ডেঙ্গু প্রতিরোধ স্থানীয় জনগণকে সচেতন করার জন্য কমিনিউটি পুলিশিং এর সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের প্রতি আহবান জানান।