শিরোনাম

উৎসবমুখর পরিবেশে কোটবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি::
উৎসাহ-উদ্দীপনার ও উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো কোটবাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর তৃতীয়তম নির্বাচন।

এতে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন (দু’দুবারের সফল সভাপতি) জনাব আলহাজ্ব আবু সিদ্দিক সওদাগর, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমিতির ক্লিন ইমেজ খ্যাত জনাব আব্দুর রহমান, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জনাব মুহাম্মদ হোসেন।

সভাপতি পদে নির্বাচিত আনারস মার্কার প্রাপ্ত
ভোট-১৯৬, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কার প্রাপ্ত ভোট-৪৯, সহ-সভাপতি পদে নির্বাচিত টিউবওয়েল মার্কার প্রাপ্ত ভোট-১৫১, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ মার্কার প্রাপ্ত ভোট-১০৮, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত প্রজাপতি মার্কার প্রাপ্ত ভোট-১২২, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রাপ্ত ভোট-১০৩, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত উড়োজাহাজ মার্কার প্রাপ্ত ভোট-১৯২,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা চাবি মার্কার প্রাপ্ত ভোট-৭৬।

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আটজন:
প্রথম: মোবাইল মার্কার প্রার্থী জনাব মোহাম্মদ হাশেম, তাহার প্রাপ্ত ভোট-১৯১, দ্বিতীয়: হাতপাখা মার্কার প্রার্থী জনাব আলহাজ্ব ইমাম উদ্দিন, তাহার প্রাপ্ত ভোট-১৭২, তৃতীয়: মিনার মার্কার প্রার্থী জনাব মোঃ মনিরুল ইসলাম, তাহার প্রাপ্ত ভোট-১৭১, চতুর্থ: টেবিল মার্কার প্রার্থী জনাব মোক্তার আহমদ, তাহার প্রাপ্ত ভোট-১৬৩ পঞ্চম: কবুতর মার্কার প্রার্থী জনাব মোঃ সাইফুল ইসলাম, তাহার প্রাপ্ত ভোট-১৬৩ ষষ্ঠ: মোটর সাইকেল মার্কার প্রার্থী জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন, তাহার প্রাপ্ত ভোট-১৫৬, সপ্তম: মাছ মার্কার প্রার্থী জনাব মোঃ শাহ আলম, তাহার প্রাপ্ত ভোট-১৪৯, অষ্টম: মই মার্কার প্রার্থী জনাব মোঃ মুসলিম উদ্দিন, তাহার প্রাপ্ত ভোট-১২৭।

নবনির্বাচিত বিজয়ী সভাপতি জনাব আলহাজ্ব আবু সিদ্দিক সওদাগর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,
সবাইকে সাথে নিয়ে দোকান মালিক সমবায় সমিতির অধিকতর উন্নয়নের কর্মসূচী হাতে নেয়া হবে। যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বিজয়ী করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সকাল ১০ টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৪ টায় শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার কবির আহমদ,সাথে দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি সদস্য জনাব সেলিম কায়সার ও মাওলানা হাবিবুর রহমান সওদাগর।

সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করেন উখিয়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িতরত পুলিশ সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, পলাশ বড়ুয়া, আব্দুল আজিজ,শফিউল আলাম শাহীন, শরিফ আজাদ, এম. কলিম উল্লাহ সহ সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :