এম,লুৎফর রহমান, ঝালকাঠি: গতকাল সোমবার (৪ নভেম্বর’১৯) বিকাল ৩টায় অনুষ্ঠিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলার ওয়ার্ডয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দান কালে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম বলেন, “এদেশে ক্ষমতাশীনরা যা কিছু ভাগ বাটোয়ারা করে খাবে আর অন্যরা এ দেশে জায়গির হিসেবে থাকবে। আপনারা বুঝুন তাই নাহলে সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা স্বীকৃত মুক্তিযোদ্ধা হয়েও কেন দেশের মাটিতে মরতে পারলনা। এর জওয়াব সরকারকেই দিতে হবে আজ না হয় কাল জনগণ এর জওয়াব আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন, “ষড়যন্ত্র দেশ নিয়ে দেশের ভূখন্ডকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, কুরআন নিয়ে, নবীজিকে ও আল্লাকে নিয়ে, তাই সকলকে সতর্ক থাকতে হবে সকলকে প্রস্তুত থাকতে হবে।”
তিনি বলেন, শুনুন আমরা পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি কারনটা ছিল তারা ধর্ষক, তারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, তারা আমাদের উপর জুলুম করেছে তাই, আজকেও যাঁরা ধর্ষণ করছে, আজকে শিশু বাচ্চা থেকে শুরু করে ৮০ বছরের মহিলারাও নিরাপদ নয়, তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে।
উক্ত সম্মেলনে শাখা সভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ বিন ফয়েজির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ সকল সহযোগি সংগঠনের জেলা নেতৃবৃন্দ।