শিরোনাম

ওলামা বাজার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে মাও. মোস্তফা মুসাপুরী ও‌ হা. আবু সাঈদ সাহেব 

আলাউদ্দীন জিহাদ (ফেনী)সোনাগাজী প্রতিনিধি :

ফেনীর বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আল হোসাইনীয়া ওলামা বাজার মাদ্রাসার গত( ১৮/৬/২০ ইং উক্ত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল(নায়েবে মোহতামেম) হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ মৃত্যু বরণ করেন।

মাও. আবু সাঈদ (ফাইল ছবি)

করোনা কালিন সময়ে নানা জটিলতার কারণে এই জায়গাটি আজ পর্যন্ত খালি পড়েছিলো
আজ ১৫/১০/২০ ইং রোজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আল্লামা নুরুল ইসলাম আদীব সাহেবের নির্দেশে শুরা মিটিং এর আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেম এবং শুরা সদস্য গণ, মিটিং এ ভাইস প্রিন্সিপাল (নায়েবে মোহতামেম ) এবং শিক্ষা পরিচালকের দায়িত্ব হস্তান্তর করা হয় করা হয়।

মাও. মোস্তফা মুসাপুরী (ফাইল ছবি)

ভাইস প্রিন্সিপাল পদে রয়েছেন উক্ত মাদ্রাসার প্রবীণ মুহাদ্দীন মাওলানা হাফেজ আবু সাঈদ সাহেব,মাওলানা মোস্তফা মুসাপুরী সাহেব এবং শিক্ষা পরিচালক পদে রয়েছেন ভারপ্রাপ্ত মাওলানা আবু নাছের মোহাম্মদ আব্দুল্যাহ সাহেব, সহযোগী রয়েছেন মুফতী এমদাদুল্যাহ সাহেব,মুফতী আব্দুল খালেক সাহেব।

নিউজটি শেয়ার করুন :