শিরোনাম

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস একটি তিন চাকার ইজিবাইক গাড়িকে ধাক্কা দিলে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘোমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমেদ (২২) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বোতলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলম।

উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মারুফ আহমেদ জানান, মঙ্গলবার সকাল 6 টার দিকে টেকনাফগামী একটি বাস কক্সবাজার-টেকনাফ সড়কে একটি তিন চাকার (স্থানীয়ভাবে ইজিবাইক নামে পরিচিত) ধাক্কা মারে এবং এতে দু’জন মারা যান এবং দু’জন আহত হন।

আহতদের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে এবং অন্যজনকে বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :