শিরোনাম

কক্সবাজারে আলেম-পুরোহিতদের মাঝে ইপসার সহায়তা সামগ্রী বিতরণ

 

এম.কলিম উল্লাহ,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে আলেম-পুরোহিতদের মাঝে খাদ্য ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা -ইপসা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অক্সফ্যামের সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন -ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী এহেছান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আরাফাত সোহান, অক্সফ্যামের প্রতিনিধি জিল্লুর রহমান, ইফার সহকারী পরিচালক সরওয়ার আকবর, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী।

ইপসার আঞ্চলিক পরিচালক খালেদা বেগমের সভাপতিত্বে এতে ইপসার কক্সবাজার ফোকাল পারসন মোঃ হারুন, প্রকল্প ব্যবস্থাপক আবিদুর রহমান, কোভিড-১৯ এর ফোকাল পারসন যীশু বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু কল্যাণ কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য বাবুল শর্মা, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিপক দাশ উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে প্রায় আড়াইশ জনের মাঝে চাল, ডাল, তেলসহ ১২ আইটেমের খাদ্য ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও কক্সবাজার উপজেলার ঝিলংজার হাজিপাড়া মোহাম্মদিয়া হেফজখানা, শহরের হাজী সিদ্দিকিয়া কেজি স্কুলে খাদ্য ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করে ইপসা। সব মিলিয়ে ৩৩৮ জন এই সুবিধা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন :