শিরোনাম

কক্সবাজারে খাওয়ানো হবে সাড়ে চার লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

এম.কলিম উল্লাহ, কক্সবাজারঃ

কক্সবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ (২য় রাউন্ডের) শুরুতে সাংবাদিকদের অবহিতকরণ সভা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ৯ই জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে জেলা ইপিআই ষ্টোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার আবদুল মতিন, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর মেডিকেল অফিসার সৌনম বড়ুয়া।

২য় রাউন্ডে ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১১ই জানুয়ারি শনিবার সকাল থেকে কক্সবাজারের একটি পৌরসভাসহ মোট ৮টি উপজেলায় ৭২টি ইউনিয়নে ২১৬ ওয়ার্ডে ০৯টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১৮৪০টি অস্থায়ী কেন্দ্র ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র ২৭টি সহ মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৯৫১টি কেন্দ্রে ০৬থেকে ১১ মাস বয়সী ৫৯,৯৪৯ শিশুদের এক লক্ষ ও ১২থেকে ৫৯ বয়সী ৪,০৫৯৫২ শিশুদের দুই লক্ষ আই,ইউ,ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন৫৪০৭ জন। সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় কার্যক্রম আগামী ১১ই জানুয়ারি সকাল থেকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজ শুরু হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

প্রধান অতিথি কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার আব্দুল মতিন বলেন, যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের আহ্বান জানান হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সীরা খাবে লাল রঙের ক্যাপসুল।

তিনি আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং রাতকানা শরীর দুর্বলতা সহ বেশ কিছু জটিল রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

আগামী শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যকর্মীরা স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন শিশুদের। সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকেরা এ কর্মসূচিতে সহায়তা করবেন।

নিউজটি শেয়ার করুন :