শিরোনাম

কক্সবাজারে ডাম্পার খাদে পড়ে নিহত-২

 

এম.কলিম উল্লাহ, ককসবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তারকুল নামক স্থানে আজ দুপুর ২টায় ডাম্পার খাদে পড়া দূর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ, আবুল বশর (৮৫) ও ফাহাদ,খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় বিয়ে বাড়িতে যাওয়ার অপেক্ষারত দুইজন পথচারীকে নিয়ে হঠাৎ হেলপার চালিত ডাম্পারের বেপরোয়া গতির কারণে ডাম্পার খাদে পড়ে যায়। এতে ঘটাস্থলে আবুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ মারা যান। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজে ক্রেন দিয়ে ঘাতক ডাম্পার উদ্ধার করে নিচে পড়ে থাকা শিক্ষার্থী ফাহাদকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলেও বাচানো সম্ভব হয়নি ।

হেলপার দ্বারা চালিত বেপরোয়া গতির ঘাতক ডাম্পারের মালিক বহুল আলোচিত ও সমালোচিত মটর চালক লীগের নেতা ও দরগাহ পাড়া এলাকার বাসিন্দা দিদার। সুষ্ঠু বিচার দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন :