এম.কলিম উল্লাহ, কক্সবাজারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্ট ডাউন) উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বসেছিল জনতার মিলনমেলা।
অনুষ্ঠানের সময় শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল তিনটায় ঠিক করা হলেও এর আগে থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকে লোকজন। বঙ্গবন্ধু এখন বিশ্ববন্ধু। তিনি কোনো দলের নয়, সবার। বাংলাদেশের সম্পদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটি সাগরপাড়ের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে। ক্ষণগণনার আনুষ্ঠানিকতার আগেই লোকে লোকারণ্য হয়ে যায় অনুষ্ঠানস্থল। যেন সাগরে উপচে পড়ছিল জনতার ঢেউ।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শিরিন আকতার, সাইমুম সরওয়ার কমল এমপি, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, কউক চেয়ারম্যান কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাং শাজাহান আলির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজননৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ক্রিড়া প্রতিষ্ঠানের লোকজ অংশ গ্রহণ করে। হোটেল মোটেল জোন, ব্যবসায়ী সংগঠন, ট্যুর অপারেটর, বিভিন্ন উন্নয়ন সংস্থার লোকজন ব্যানার-ফেস্টুন নিয়ে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করে। জেলা প্রশাসনের আয়োজনে লাবণী পয়েন্টে বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবি নিয়ে চিত্র প্রদর্শণীর ব্যবস্থা করা হয়। সগর তীরে ১০০টি বেলুন উড্ডয়ন ও ১০০টি কবুতর অবমুক্তকরণ ছিল বেশ আকর্ষণের।
পুরো অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে ।