সিদ্দিক আহমদ, কক্সবাজার স্টাফ রেপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফনুল হক হিমন (হিমু)’র নেতৃত্বে শিশু শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ আগষ্ট) সকালে কক্সবাজার বিমানবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর ও পেনেল মেয়র শাহানা আক্তার পাখি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ ইয়া্লাম্ স্কুল পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ রিদুয়ান প্রান্ত রানা,বিশাল,সিলাম,সাজ্জাদ, সোহাগ প্রমুখ।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফনুল হক হিমন (হিমু) বলেন, “বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে জাতির পিতার রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম।”
উল্লেখ্য ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি তিনি। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিচাশরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।