শিরোনাম

কক্সবাজারে সরকারি চালসহ ব্যবসায়ী আটক

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সরকারি চালের খালী বস্তা ও চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভালুকিয়া থিমছড়ি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি রত্নাপালং মাঝেরপাড়া এলাকার মোকতার আহমদের ছেলে সাইফুল ইসলাম। সে একজন রাইস মিলার ও ধান চাল ব্যবসায়ী বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার মালিকানাধীন রাইস মিল হতে ৭১টি সরকারি চালের খালি বস্তা ও চাল জব্দ করা হয়। তিনি ওই সময় ৩০ কেজি বস্তা থেকে চাল বের করে ৫০ কেজি ওজনের প্যাকেটজাত করছিল।

সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই অভিযানে র‌্যাব এর একটি দল অংশগ্রহণ করেন। এ সময় রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল আলম চৌধুরী ও স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী অভিযানের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ ধরনের খবর পাওয়ার সাথে সাথে প্রশাসনকে অবহিত করি।

আটক সাইফুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, বিভিন্ন ইউনিয়ন হতে বিতরণকৃত সরকারি চাল উপকারভোগী সদস্যের নিকট হতে নগদ টাকা দিয়ে ক্রয় করেছিল। অনেকে জানান পুষ্টি মিশ্রিত চাল হওয়ায় খেতে চায় না। উপকারভোগী সদস্যরা প্রাপ্ত চাল গুলো বিক্রি করে খাবার উপযোগী চাল ক্রয় করে ঘরে নিয়ে যায় এমন কথাও মাঠে রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে কয়েকটি সিন্ডিকেট চক্র গ্রামে গ্রামে গিয়ে সুযোগ বুঝে সরকারি চাল করে গুদামজাত করত তা আবার বিক্রি করে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে সরকারি চাল ও খালি বস্তা জব্দ করে জড়িত সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :