এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের পশ্চিম দক্ষিণ টেকপাড়া অপরাজিতা মহিলা হোস্টেলের দক্ষিণ পার্শ্বে বাগদাদ স্টীল ফার্নিসার এর কারখানায় আগুন লেগে ৩ টি টিনসেড সেমিপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বাগদাদ স্টীল কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।
মরহুম এডভোকেট মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ বোরহান উদ্দিনের মালিকানাধীন সেমিপাকা টিনসেড ৩টিঘর বাগদাদ স্টিল এর মালিক খোরশেদ আলম কে ভাড়া দেওয়া হয়। তার কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন বাড়ির মালিক বোরহান উদ্দিন।
আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে সন্ধ্যা প্রায় ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া যেন আকাশ ছুঁয়ে যায়। ফলে স্থানীয় লোকজন আতংকগ্রস্থ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের লোকজন এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিভানো নিয়ে ব্যস্ত থাকায় তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি।