শিরোনাম

কক্সবাজার আসবেন নায়েবে আমীর মুফতি  ফয়জুল করীম চরমোনাই

 

এম.কলিম উল্লাহ, উখিয়া প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০১৯ইং সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) কক্সবাজার আগমন উপলক্ষে জেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে,ওলামা ও সুধী সমাবেশ,বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ও ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ওলামা ও সূধী সমাবেশ,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর র‌্যালী, পীর সাহেব চরমোনাই-এর অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে “বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির” কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

নায়েবে আমীরের আগমনে উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলের জন্য জেলার সর্বস্তরের তৌহিদী জনতা, সদস্য,কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী,সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শোয়াইব,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রাশেদ আনোয়ার,বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত ছদর জনাব আব্দুর রউফ লাভলু, সাধারণ সম্পাদক মাওলানা এ আর এম ফরিদুল আলম, লবণ চাষী আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হুসাইন মোহাম্মদ মুস্তাফিজুর হক চৌধুরী, সদস্য সচিব মাওলানা এনামুল হক মঞ্জু,কক্সবাজার পৌর সভাপতি মাওলানা জাহিদুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জেলা সভাপতি মাওলানা ইসমাইল জাফর, ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি মুফতি ওসমান আল হুমাম, ইসলামী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্টাকটার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :