শিরোনাম

কক্সবাজার কুতুবদিয়ায় নলকূপে জ্বলছে প্রাকৃতিক গ্যাস

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এক কৃষকের বসতবাড়ির আঙ্গিনায় ব্যবহৃত নলকূপে জ্বলছে মাটির নিচ থেকে উঠে আসা প্রাকৃতিক গ্যাস৷

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ্ আলী সিকদার পাড়ার আবুল কাসেম (৫৮) নামে এক কৃষক বসতবাড়িতে খাওয়ার পানি আহরণের জন্য ৪-৫ বছর আগে এই নলকূপ স্থাপন করেন ৷ বিগত ৭/৮ মাস আগে থেকে পানির প্রবাহ একটু কমে যায় এবং এক ধরণের বুদবুদ সহ আওয়াজ আসতে থাকে, আশেপাশের লোকজনকে ঘটনা অবহিত করলে তাদের একজন সন্দেহ বশত নলকূপের নলের মুখে আগুন লাগিয়ে নিশ্চিত হতে চেষ্টা করেন আসলে জিনিসটা কি, দেখা গেল গ্যাসের প্রবাহের ন্যায় আগুনের শিখা ক্রমাগত জ্বলতে থাকে৷ এলাকাবাসি প্রাথমিক ভাবে ধারণা করছে এটা মাটির নিচ থেকে উঠে আসা প্রাকৃতিক গ্যাস৷

১লা মে ২০২০ইং শুক্রবার সন্ধ্যার পর আবারো ঐ নলকূপে আগুন দেয়া হলে উপস্থিত জনতা গ্যাসের ন্যায় দাহ্য পদার্থের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়৷
তবে প্রাতিষ্ঠানিক ও কারিগরি কোন পরীক্ষা করে এখনো দেখা হয়নি৷

এতে জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী জনাব আশিকুর রহমান খান কে বিষয়টি জানানো হলে তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যবেক্ষণ করেন৷ জনাব আশিকুর রহমান বলেন আপাততঃ গ্যাসের চাপ কম রয়েছে, বিশেষজ্ঞদের নিয়ে যান্ত্রিক পরীক্ষণ ও গবেষণা করে দেখা সম্ভব হলে উঠে আসা পদার্থের ব্যাপারে ও তার মজুদের ব্যাপ্তি সম্পর্কে নিশ্চিত হওয়া যেত বলে জানান তিনি৷

এলাকাবাসির ভাষ্যমতে অতি মূল্যবান এই প্রাকৃতিক সম্পদের যদি বড় কোন মজুদ এখানে পাওয়া আর তা উত্তোলন যোগ্য হয় তবে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে৷

নিউজটি শেয়ার করুন :