ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:
নওগাঁর পত্নীতলা উপজেলার খিরসীন গ্রামে পল্লী চিকিৎসক কবি গুলজার রহমান ব্যক্তি উদ্যোগে গ্রামের সকলের উৎসাহ অনুপ্রেরণায় প্রায় প্রতি ঘরে সাবধানতার জন্য মাস্ক, সাবান, ব্লিচিং পাউডার কিছু গ্লাভস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ শুক্রবার অর্ধবেলা উক্ত স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
কবি গুলজার রহমান বলেন, নওগাঁর পত্নীতলার কৃতি সন্তান, সমাজ উন্নয়নকর্মি, উদীয়মান কবি ও সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ এর ফেবু পোস্টে গতকাল বৃহস্পতিবার “মহামারী করোনা’তে স্বাস্থ্য সামগ্রী বিতরণের এখনই সময় ও বৃত্তবানসহ সরকারের প্রতি আহবান জানান” ওই পোস্টটি নজরে আসে এবং হৃদয়♥ নাড়া দেয় মানবিক দৃষ্টিআকর্ষণ। এরপরই আমার আজকের কর্মসূচি। মহামারী করোনা ভাইরাস সচেতনতার বিকল্প নাই। তাই আমার ব্যক্তি উদ্যােগে এই ক্ষুদ্র প্রয়াস। এখন সরকারের পাশাপশি বৃত্তবানরা এই মহা দুর্যোগের সৈনিক হবেন। এই প্রত্যাশায় আমার নিজ গ্রামে অন্যদের উৎসাহ প্রদানে কর্মসূচি গ্রহণ করেছি।
কবি আরো বলেন, ঐক্যবদ্ধতার জন্যই গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে বিপদে আপদে কাজ করে সংঙ্ঘবদ্ধ হয়ে।