আমানত উল্যাহ,রামগতি-কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সাথে হাজিরহাট বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে বণিক সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুজ্জামান ।
এই সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সহ সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন হৃদয়, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব, কার্যনিবাহি কমিটির সদস্য নুরনবী, রেদোয়ান হোসেন বাহার প্রমুখ।
এসময় দীর্ঘ দিনের বিভিন্ন সমস্যায় জর্জরিত উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের নানাবিধ বিষয়ে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বণিক সমিতির নেতৃবৃন্দের আলোচনা হয়। বণিক সমিতির যেকোন সমস্যায় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ইউএনও কামরুজ্জামান।