শিরোনাম

কমলনগর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে শফি (রহঃ)’র স্বরনে দোয়া মাহফিল

আমানত উল্যাহ,রামগতি-কমলনগরঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে চট্রগ্রাম দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান পরিচালক ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি(রহঃ)এর জিবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল কাসেম আমিনীর সভাপতিত্বে দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া মোনাজাত করেন হযরত হাফেজ্জী হুজর (রহঃ)সুযোগ্য জামাতা-খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী মুফতি মুহাম্মাদ শরিফুল ইসলাম,কমলনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,

কমলনগর উপজেলা ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও হাজীরহাট মারকাযুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক, ফজুমিয়ারহাট কাসেমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হোসাইন আহমাদ,ওলামা পরিষদের সেক্রেটারি এবং তোরাবগঞ্জ আল হুদা ক্যাডেট মাদরাসার সনামধন্য পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান,

রিয়াজুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা বেলাল হোসাইন, চর ঠিকা মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাসেম, পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন,মোহাম্মদ মুসলেহ উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদুল্লাহ,মাওলানা মেরাজু্ল ইসলাম, মাওলানা ইস্রাফিলসহ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :