সাবধান ধরো না
হতে পারে করোনা
কোন কিছু না বুঝে
অকালেতে মরো না।
এর নেই ঔষধ
তাই সে বড় বদ
ভয়ে কাঁপে দুনিয়া
আর যত সভাসদ।
যথেষ্ট ছোঁয়াচে
তার কিছু গো আছে
দেশ থেকে দেশে যায়
নয় কোন ভূয়া সে।
ত্যাগ কর দল বল
একা কর চলাচল
সাবধান হলে পরে
পাবে কিছু ফলাফল।
করোনার এই আইন
হলে হও কোয়ারান্টাইন
তাতে ফল ভাল হবে
তা না হলে হবে ফাইন!
ফাইন মানে মহামারী
দেখা দেবে তাড়াতাড়ি
তাতে আছে বড় ভয়
খাটবে না জারিজুরি।
নিউজটি শেয়ার করুন :