আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন কনকসার ইউনিয়নস্থ কলাবাগান গ্রামে প্রাণঘাতী নভেল করোনায় আক্রান্ত কুলি সুলতান শেখের (৪৮) খবর ১০ দিন অতিবাহিত হওয়ার পরও কেউ নেয়নি।
জনৈক প্রভাবশালী ব্যক্তি তার অনুগত বখাটে যুবকদের মাধ্যমে সুলতানের পরিবারকে লকডাউন দিলেও এ পযর্ন্ত আর্থিক ভাবে কোন সহযোগীতা করেনি বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তাদের জায়গার মালিক মোহাম্মদ কাউছার ঢালী ৫০০ টাকা চিকিৎসা বাবদ দিয়েছিলেন। কেউ কেউ আশ্বাস দিলেও আর দেখা মিলেনি।
অর্ধাহারে – অনাহারে মানবেতর জীবন যাপন করছে সুলতানের পরিবার। লকডাউন দেওয়া উক্ত প্রভাবশালী ব্যক্তির ছেলে শামীমকে আমাদের প্রতিনিধি লকডাউন দিলেন কিন্তু সহযোগীতার ব্যবস্থা কেন নিলেন না জানতে চাইলে তিনি কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদকে অবহিত করেছেন বলে জানান।
গত ২২ জুন সোমবার সকাল ১১ টায় আমাদের প্রতিনিধি প্রাণঘাতী নভেল করোনায় আক্রান্ত সুলতানকে সরকারি ভাবে সাহায্য সহযোগীতার জন্য কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট যোগাযোগ করলে রবিবার সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। উল্লেখ যে, সুলতান ঘোড়দৌড় বাজারে কুলির কাজ করতো।