শিরোনাম

করোনায় কর্মঠ প্রশাসনের কর্মকর্তারা ধরাশায়ী

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

প্রাণঘাতী নভেল ক‌রোনা ভাইরাসের প্রাদুর্ভা‌বে গোটা বিশ্বে অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে। সমগ্র বি‌শ্বের ন‌্যায় বাংলা‌দে‌শেও এর প্রভাব দিন দিন বাড়‌ছেই। বাংলা‌দে‌শে ক‌রোনা ভাইরা‌স বিস্তা‌রের লগ্ন‌থে‌কে মাঠ প্রশাস‌নের সকল কর্মকর্তাবৃন্দ তা‌দের জীব‌নের মায়া ত‌্যাগক‌রে দেশ ও জাতীর জন‌্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম ক‌রে যাচ্ছেন।

মহামারী ক‌রোনা ভাইরা‌স নি‌য়ে কাজ কর‌তে গিয়ে লৌহজং উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন তপন, কনকসার ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আব্দুল কুদ্দুস, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সহ মোট ১২ জন পুলিশ মহামারি নভেল ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত। তারা সকলকেই লৌহজংবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

যেন প‌রিপূর্ণ সুস্থ‌্য হ‌য়ে পুনরায় লৌহজং উপ‌জেলার সকল মানু‌ষের জন‌্য কাজ কর‌তে পা‌রেন। জরুরী প্রয়োজ‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, লৌহজং এর অ‌ফি‌সিয়াল নম্ব‌রে অথবা সহকারী ক‌মিশনার (ভূ‌মি), লৌহজং এর অ‌ফি‌সিয়াল নম্ব‌রে যোগা‌যোগ করার জন‌্য অনু‌রোধ করা হ‌য়েছে।

নিউজটি শেয়ার করুন :