নিজেস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্মরণিকা কমিউনিটি সেন্টার, লাভ লেইনে দক্ষিণ বিভাগ, সিএমপি আয়োজনে আজ (৩০ মার্চ ২০)দুপুর ১২:০০ ঘটিকায় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়।
উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপি। এ কার্যক্রমের আওতায় নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র ৩,০০০ (তিন হাজার) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
কর্মহীন প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ০৩ কেজি আলু, ০২ কেজি ডাল, ১.৫ কেজি রসুন পেয়াজ, ০.৫ কেজি লবন, ০১ লিটার তৈল ও ০১টি সাবান সহ সর্বমোট ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এসময় ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।