আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের সর্বত্র নিম্ন আয়ের লোকজন নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে। পেটের তাগিদে কাজে বের হলেই পুলিশের নির্মম নির্যাতনে মারাত্মক আহত হয়ে অশ্রুশিক্ত নয়নে বাড়ি ফিরছে। করোনায় সরকারি সাহায্য অনেক অসহায় লোকজন পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিকট ধর্না দিয়ে ধমকের সুরে ” স্লিপ আর নেই ” এই অপ্রিয় কথাটি শুনে ওদের বিষন্ন মনে অর্ধাহারে – অনাহারে দিন কাটাতে হচ্ছে। তেমনি একজন লৌহজংয়ের কনকসার ইউনিয়নস্থ ধীৎপুরের স্বামী পরিত্যক্তা সাজেদা বেগম (৫০)। কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
সরকারি সাহায্যের স্লিপ না পেয়ে তিনি দলীয় প্রীতির অভিযোগ তুলেছেন। অত্র ইউনিয়নের বাঘের বাড়ির হতদরিদ্র মহারাজের মা (৪০) ক্ষুধাকাতর হয়ে করোনায় সরকারি সাহায্যের জন্য স্লিপ আনত গিয়েছিলেন সালাউদ্দিন মেম্বারের নিকট। স্লিপ নাই জানালে নিরুপায় হয়ে বিষন্ন মনে বাড়ি ফিরে এসেছেন তিনি। এ ব্যাপারে এলাকাবাসী সেনাবাহিনীর মাধ্যমে সরকারি সাহায্য দেওয়ার জন্য স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্নেহের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।