আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি: মরণব্যধি করোনার আতঙ্কে গোটা বিশ্ব দিশেহারা হয়ে পড়েছে। কঠিন এই দূঃসময়ে লাশের পর লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে অসহায় মানুষ। কোন কোন দেশে কারফিউ জারি করা হয়েছে।
দ্রব্যসামগ্রীর মূল্য লাগামহীন ঘোড়ার মতো উর্ধ্বগামী। সচেতন বাড়িওয়ালারা বিবেচনা করে ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকার দেশ ও জাতির স্বার্থে লোকজনের অবাধ চলাচল নিষিদ্ধ করায় বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের সবাই।
প্রশাসনের নির্দেশ অমান্য করে এনজিওগুলো হয়ে ওঠেছে বেপরোয়া। এই মূহুর্তে এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি উত্তোলন নিঃসন্দেহে মরার ওপর খড়ার ঘায়ের মতোই। প্রায় প্রতিটি অন লাইন পত্রিকায় নিরুপায় মানুষের ওপর এনজিওগুলোর জুলুমের প্রতিচ্ছবি ফুঁটে ওঠেছে।
এহেন পরিস্থিতিতে কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কেউ কেউ আত্মহত্যা করতে পারে বলে অনেকেই মনে করছেন। কিস্তি নেওয়া ভুক্তভোগীরা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।