মো: আনোয়ার টিটু বরিশাল, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড (BPTL) এর চেয়ারম্যান, মরহুম পীর সাহেব হুজুর চরমোনাই রহঃ এর ছাহেবজাদা-
মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সাহেব এর পৃষ্ঠপোষকতায় করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এটা পুরনো সংবাদ।
BPTL এর একদল কর্মী ইতোমধ্যে রামপুরা এলাকার অন্ততঃ বিশটি মসজিদের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছেন।
জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের মুহতারাম যুগ্ম মহাসচিব মুফতী হেমায়েতুল্লাহ কাসেমীর সহযোগীতায় BPTL কর্তৃপক্ষ করোনা পরিস্থিতির কারণে বেকার হয়ে যাওয়া বেশ কিছু আলেম পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।
BPTL এবার একটি ব্যতিক্রমি কাজ করে প্রশংসা পেয়েছে।
রামপুরা এলাকায় বসবাসরত বেশ কিছু সংখ্যালঘু পরিবারের মাঝে গতকাল ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিপিটিএল-এর এমডি জনাব মাওলানা মোঃ মিরাজুল ইসলাম সাহেব ও স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সহযোগী সংগঠন ও আয়েম্মা পরিষদের কতিপয় দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে করোনা পরিস্থিতির কারণে বিপদাপন্ন হিন্দু সম্প্রদায়ের লোকদের হাতে খাদ্য সামগ্রীভরা ব্যাগ তুলে দেন।
আর্তদের মাঝে BPTL এর এ ধরনের বৈচিত্রমুখী কার্যক্রম আগামীতেও সমান গতিতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।