শিরোনাম

করোনায় বিশ্বে সর্বমোট মৃতুবরন করেছে ১লক্ষ ১২ হাজার, আক্রান্ত ১৮ লক্ষ

 

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসে মৃতুবরন করেছে সর্বমোট- ১লক্ষ ১২ হাজার জন, আক্রান্ত -১৮লক্ষ প্রায়, মৃত সংখ্যা যুক্তরাষ্ট্রের ২১ হাজার জন, যুক্তরাজ্যে ১০ হাজার জন , ইতালির ২১হাজার ফ্রান্সে ১৪ হাজার, কিন্তু চীনের লকডাউন উন্মুক্ত করার পর ৯৯ জন আক্রান্ত হয়েছে।

সৌদিতে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ , হজ্জের বিষয়ে সিদ্ধান্ত আপাতত স্হগিত।ডোনাল্ড ট্রাম্প নিজে সরাসরি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্কৃতি (W H O) কে তাদের ভ্যাকসিন তৈরিতে ব্যর্থতার জন্য অর্থনৈতিক সহায়তা বন্ধের হুশিয়ারি প্রদান করেন।২১০ দেশ সর্বমোট আক্রান্ত হয়েছে।

সূত্র: (বিবিসি নিউজ)

নিউজটি শেয়ার করুন :