শিরোনাম

করোনায় মধ্যবিত্তদের মরণ দশা! 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

গোটা বাংলাদেশে সর্বনাশা নভেল করোনা ভাইরাসে মধ্যবিত্ত পরিবারের অনেকেরই এখন মরণ দশা হয়েছে। লজ্জায় ত্রাণ সামগ্রী পেতে এরা কারো দ্বারে দ্বারে যেতে পারে না। অপরদিকে ত্রাণ সামগ্রী দাতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সুযোগ্য স্নেহের কন্যা বীরঙ্গনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অধিকাংশ দাতা বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরী না করায় মধ্যবিত্তরা অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন- যাপন করছেন।

কোথাও কোথাও দলীয় দাতাদের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ ওঠেছে। কোথাও বা ক্ষমতাশীন দলীয় সরকারি নেতারা ত্রাণ সামগ্রী লুটপাট করে দলের ভাবমূর্তী ক্ষুণ্ণ করছে। এতে বঞ্চিত হচ্ছে অসহায় গরীব মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অসংখ্য লোকজন। ইতিমধ্যে তাদের সংসারে অভাব অনটনের কারণে ঝগড়া বিবাদ সংঘটিত হচ্ছেই। করোনায় কিয়ামতের মাঠের মতোই কঠিন অবস্থায় রয়েছে তারা।

করোনায় সংক্রামিত হওয়ায় ভয়ে তাদের খবর এখন কেউ রাখেনা। অটো মটর বাইকের সংগঠন না থাকায় অনেক চালক নামের শ্রমিক সরকারি ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে লৌহজং এর শ্রমিকরা আমার কাছে ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগ করলে, সরকারি ত্রাণ সামগ্রী তাদের পাওয়ার জন্য লৌহজং উপজেলা সহকারী কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করে প্রায় পঞ্চাশ জন শ্রমিকের ভোটার আইডি কার্ডের ছবি অত্র উপজেলা পরিষদে জমা দিয়েছেন।

সৃষ্টিকর্তা মহান আল্লাহু তায়ালার দরবারে এ সকল শ্রমিকদের কান্নায় এখন রাত ভোর হয়, ভোর রাত হয়। এতো কান্নায় মাওলার আরশ গরম হয়ে কখন চাল চোররা ধ্বংস হয় তা সময়ই বলে দিবে বলে দিবে।

নিউজটি শেয়ার করুন :