আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:
বর্তমান সরকার ও কতিপয় আলেম- ওলামাদের করোনা সম্পর্কিত প্রচার প্রচারণার ঐতিহ্যবাহী লৌহজংয়ের অনেক এলাকার লোকজন ধীরে ধীরে সচেতন হতে চলেছে। অচেনা অজানা ও বখাটে যুবকদের আড্ডা ঠেকাতে শাখা রাস্তায় গাছ , ঠেলাগাড়ি কিংবা বিকল্প অন্য কিছু ফেলে রাস্তা বন্ধ করে দিচ্ছে। উল্লেখ যে, শিমুলিয়া ঘাটে চুপিসারে সীবোট চলাচল করছে।
আত্মীয়তার বন্ধনের মায়ায় সরকারি আদেশ অমান্য করে ফরিদপুরের কেউ কেউ লৌহজংয়ে বেড়াতে আসছে বলে জানা গেছে।
চক্ষু লজ্জায় আগত মেজমানদের আনাগোনা ঠেকাতে ঝগড়া এড়াতেই এই পন্থা অবলম্বন করেছেন তারা। এভাবে রাস্তায় ব্যারিকেড দেওয়াতে হিতে বিপরীতও হচ্ছে। আড্ডা দেওয়া স্থানীয় যুবকরা লোকজনদের সাথে মাঝে মাঝে ঝগড়ায় লিপ্ত হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
নিউজটি শেয়ার করুন :