মোঃ হাসান, বাউফল উপজেলা প্রতিনিধি:
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন আজ (১ এপ্রিল ২০ ইং) বুধবার সকাল ০৯ ঘটিকার সময় করোনা ভাইরাস সংক্রম রোধে নতুন এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল- এতদ্বারা সকলকে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান, কাচা বাজারের দোকান, মুদি দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মুদি দোকান সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ০৩ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে ৷ সাপ্তাহিক হাট বাজার বন্ধ থাকবে ৷ খেয়াঘাটের খেয়া চলাচল বন্ধ থাকবে ৷ তবে অত্যবশ্যকীয় পণ্য পরিবহনের জন্য পরিবহনের জন্য খেয়া চলাচল করতে পারবে ৷ সেলুন, চায়ের দোকান গণপরিবহন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে।
এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হলো। ধর্মীয় সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে ৷ দুই বা ততোধিক ব্যক্তি একত্রে চলাচল করতে পারবে না। জরুরি প্রয়োজনে ব্যাক্তিগত মোটর সাইকেল চালাতে পারবে তবে চালক ব্যতীত কোন আরহী বহন করতে পারবে না ৷ সকলে বাসায় থাকবেন ৷
ইবাদত ও প্রার্থনার ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন৷