এম.এস আরমান
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন “উই ফর ইউ” কর্তৃক নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যেই মূহুর্তে নোবেল করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী আতংকিত ঠিক সেই মূহুর্তে বাংলাদেশ সরকারের বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের সাথে সমন্নয় করে জেলা প্রশাসকের আহ্বানে সেচ্ছায় এগিয়ে এসেছে বৃহত্তর নোয়াখালীর সাড়াজাগানো সেচ্ছাসেবী সংগঠন “উই ফর ইউ”।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধ অভিযানে “উই ফর ইউ” কেন্দ্রীয় কমিটি সভাপতি নূরে মাওলা রাজু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) জনাব সুপ্রভাত চাকমা,উপজেলা কৃৃষি কর্মকর্তা জনাব মোঃ বেলাল হোসেন।
করোনা প্রতিরোধে সেচ্ছায় জনসচেতনতায় এগিয়ে আসায় “উই ফর ইউ” নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) জনাব সুপ্রভাত চাকমা ধন্যবাদ সহ বিভিন্ন পরামর্শ প্রদানকালে তিনি বলেন পরিবহণ স্প্রে করার পাশাপাশি প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার জন্য এবং অপ্রয়োজনে বাড়ি থেকে বের নাহওয়ার জন্য আন্তরিকতার সহিত মানুষকে বুঝানোর পরামর্শ দেন।
এসময় জনসচেতনতা অভিযানে আরো উপস্থিত ছিলেন সায়েম মোহাম্মদ ইব্রাহিম,তাইজুল ইসলাম রিপন, নোমান শিবলু,আল জাবেদ,আব্দুল্লাহ আল মামুন, আবদুল্লাহ নূর সোয়ান, নজরুল ইসলাম ফয়সাল, সাইফুল ইসলাম জাবেদ,তারেক আজিজ দিপু, জাহিদুল ইসলাম বিজয়, মোঃ আশরাফ ,সায়েদ মাহমুদ শুভ, বুরান উদ্দিন মুজাককির,আকাশ মাঝি, মেহেদী হাসানসহ প্রমূখ সদস্যবৃন্দ।