গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ
চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেট জেলা লকডাউন ঘোষণা করায় কানাইঘাট থানা এলাকার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড লকডাউনের আওতায় আনার জন্য স্হানীয় প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ,কৃষক, শ্রমিক,ছাত্র -শিক্ষক, ব্যবসায়ী,মসজিদের ইমাম ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সমন্বয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কমিটি গঠন এখন সময়ের দাবি। উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যক্রম সম্পন্ন করিবেন।
(১)বিদেশ/বহিঃজেলা (ঢাকা /নারায়ণগঞ্জ) যে কোন উপজেলা হইতে আগন্তুক ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করিয়া তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করিয়া করোনা ভাইরাস সংক্রান্তে পরীক্ষা করার নিমিত্তে প্রয়োজনীয় সেম্পল সরবরাহ করার লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উক্ত ব্যক্তি সম্পর্কে পুলিশ ও প্রশাসনকে অবহিত করিবেন। আগন্তুক ব্যক্তিকে বাড়িতে নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্হা গ্রহণ করিয়া তাহা নিয়মিত মনিটরিং করিবেন।
(২)এলাকার জনসাধারণদের প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করিয়া তাহাদের নিজ নিজ বাড়িতে অবস্থানের জন্য উদ্বুদ্ধ করিতে হইবে।
(৩) সংশ্লিষ্ট ওয়ার্ডে হাট বাজারের দোকানপাট যথাসময়ে বন্ধ, মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাছ ও সবজি বাজার মূল বাজার থেকে সরিয়ে খেলার মাঠ বা উন্মুক্ত বড় ধরণের খোলা মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে বসানোর ব্যবস্হা করিবেন।
(৪)উক্ত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি সংশ্লিষ্ট ওয়ার্ডে খেলাধুলা ও অধিক জনসমাগম হইতে পারে এইরূপ কার্য থেকে বিরত থাকার জন্য জনগণদের উৎসাহিত করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। (কোন অবস্হাতেই নির্দয় আচরণ করা যাইবে না)
(৫)খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার মোটরযান (সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল) চলাচল বন্ধের নিশ্চয়তা বিধান করিবেন।
(৬)এলাকার পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ সহ ছোট -খাটো গোলযোগ ও মারামারি না করার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে পদক্ষেপ গ্রহণ করিবেন।
(৭)এলাকা /পাড়া মহল্লায় ছোট বিরোধ হইতে বড় ধরণের বিরোধ সংঘটিত হওয়ার আশংকা দেখা দেয়ার পূর্বেই স্ব উদ্যোগে নিষ্পত্তির ব্যবস্হা করিবেন। এবং থানা পুলিশকে অবহিত করিবেন।
(৮)সকল ক্ষেত্রেই পুলিশ অগ্রণী ভূমিকা পালন করিতেছে।অত্র থানায় পুলিশ সদস্যদের সল্পতার কারণে প্রতিটি স্থানে যথাসময়ে উপস্থিত হয়ে পুলিশের একার পক্ষে করোনা প্রতিরোধ করা কষ্টকর। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর আওতায় এলাকা ভিত্তিক মানুষকে সচেতন ও ঘোষিত লকডাউন কার্যকর করতে সবাইকে এগিয়ে আসার জন্য জোর অনুরোধ জানাইতেছি।
(৯)প্রত্যেক বিট অফিসার ও ওয়ার্ড সদস্যবৃন্দ আগামী ০২দিনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করিবেন। সেই লক্ষে কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিট অফিসার সহ মেম্বার /কাউন্সিলরদের সহায়তা করুন।
(১০)সেচ্ছায় এই কার্যক্রমে অংশ গ্রহণ করে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে দৃষ্টান্ত স্হাপন করতে সবাইকে অনুরোধ করছি ।