শিরোনাম

করোনা বিপাকে অবাধ চলাচল বন্ধ হওয়ায় বেকার বেড়েছে!

  
আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি: করোনা বিপাকে অবাধ চলাচল বন্ধ হওয়ায় বেকার বেড়েছে। গোটা বিশ্বে লোকজনের নিকট ঘাতক ব্যাধি করোনা ভাইরাস মৃত্যু দূত হিসেবে পরিচিতি লাভ করেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমাজ তথা বিশ্বের সর্বত্র।

ইতিমধ্যে সৌদিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর ও লাশের দেশ হিসেবে পরিচিত ইতালিতে সরকারি ভাবে কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশেও দেশ ও জাতির স্বার্থে ধীরে ধীরে কড়াকড়ি আইন হতে যাচ্ছে।

অযথা রাস্তা ঘাটে হাঁট বাজারে লোকজনের অবাধ বিচরণ ঠেকাতে আজ থেকে বাংলাদেশের সর্বত্র সেনাবাহিনী নামানো হয়েছে। এতে বিপাকে পড়েছে ৬ কোটি নিম্ন আয়ের লোকজন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি ও লোকজনের অবাধ চলাচল বন্ধ হওয়ায় বেকারের মতোই অবস্থার সৃষ্টি হয়েছে তাদের।

পরিবার পরিজন নিয়ে কিভাবে কেমনে সংসার চলবে, এ প্রশ্নই বারবার তাদেরকে দিশেহারা করে তোলেছে। অর্ধাহারে অনাহারে যেন দিনাতিপাত করতে না হয়। এ জন্য সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর শুভ দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন :