শিরোনাম

করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত বাংলাদেশের লোকজন 

 

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগী সনাক্ত হওয়ার পর গোটা বাংলাদেশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। যারা মাস্ক কখনো ব্যবহার করেনি তারাও করোনা ভাইরাস থেকে রেহাই পেতে আশেপাশের দোকানগুলোতে মাস্ক কিনতে ভিড় করছে।

এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মাস্কের মূল্য পাঁচ গুণ পযর্ন্ত বৃদ্ধি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চড়া মূল্য হওয়া সত্বেও কোন কোন দোকানে মাস্ক পাওয়া যাচ্ছেনা। সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করতে লৌহজংয়ের বিভিন্ন দোকানে গিয়ে দেখতে পান পাঁচ টাকা মূল্যের মাস্ক সাত টাকা ও ১০ টাকা মূল্যের মাস্ক পঞ্চাশ টাকায় অহরহ দেদারসে বিক্রি হচ্ছে।

জনৈক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকায় পাইকারদের নিকট মাস্ক কিনতে গেলে আমাদের থেকে চড়া মূল্য রাখে। তাই বাধ্য হয়ে চড়া মূল্যে আমাদেরও মাস্ক বিক্রি করতে হয়। কতিপয় দোকানদার পুলিশের হয়রানীর ভয়ে এখন  আর মাস্ক বিক্রি করেনা বলে আমাদের ঢাকাস্থ বিশেষ প্রতিনিধির নিকট জানিয়েছেন। এ ব্যাপরে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন।

নিউজটি শেয়ার করুন :