শিরোনাম

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাঠে রয়েছে টিম এস.বি.সি.সি

 

এম,লুৎফর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার সদর উপজেলায় আলোচিত একটি ইউনিয়ন কীর্ত্তিপাশা এ ইউনিয়নে প্রতিদিন অনেক লোক ঢাকা ও অন্য জায়গা থেকে কীর্ত্তিপাশার প্রবেশ করে।

গত ১৬ এপ্রিল রাতে টিম এস.বি.সি.সি’র কাছে খবর আসে ঢাকা থেকে কীর্ত্তিপাশার খোদ্দপারা গ্রামে একজন লোক আসে।
আজ ১৭/৪/২০২০ইং সকালে উক্ত টিম এর সদস্য রাব্বি তালুকদার তাদের সচেতন করে এবং তাকে ১৪ দিনে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য অনুরোধ করে।

ঢাকা থেকে আসা ব্যাক্তির নামঃ রনজিত বেপারী, পিতাঃরতন বেপারী
সাং খোদ্দপারা।

নিউজটি শেয়ার করুন :