শিরোনাম

করোনা ভাইরাসে কুপোকাত চীন

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

বানিজ্যিক ভাবে চীন পাকিস্তানের বন্ধু সাজলেও বাস্তবে চীন মুসলমানদের চরম দুশমন। মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের জঙ্গিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর অবিরাম জুলুম-নির্যাতন করে মা-বোনদের ধর্ষণ শেষে নির্মমভাবে গণ হত্যা চালিয়ে যাচ্ছে তারপরও থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ওদের কালো হাতের ইশারায় চীনের বৌদ্ধ সম্প্রদায়ের জঙ্গিরা মুসলমান নিধনে বিশ্ব রেকর্ড গড়ছে। মুসলমানদের সংখ্যা কমাতে মুসলমান নারীদের জোরপূর্বক ইনজেকশন দিয়ে বন্ধ্যাত্ব বানাচ্ছে। কখনো বা কঠোর নির্যাতন চালিয়ে মৃত্যু নিশ্চিত করছে।

জাতিসংঘ প্রতিবাদ জানালেও টনক নড়েনি ওদের পাকিস্তান ভারতের কাস্মীরে  মুসলমানদের নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করে মুসলমানদের রক্ষার্থে বর্ডারে বিএসএফের সাথে মাঝে মাঝে গোলাগুলি চালায়। এতে উভয় পক্ষের সৈন্য হতাহত হয়।

এতদসত্বেও চীনে মুসলমানদের নিধনের বিরুদ্ধে প্রতিবাদ না করে মুখে কুলুপ এটে রাখায় বিশ্বের সকল মুসলমান হতাশ হয়েছে। মহান আল্লাহ প্রদত্ত নিশ্চিত গজব করোনা ভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে চীনের বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষমতাশীনরা।

চীনের মুসলমানরা এই কঠিন ভাইরাসে আক্রান্ত না হওয়ায় আশ্চর্যজনক হয়ে বিভিন্ন মসজিদে গিয়ে সরকারের কর্তা ব্যক্তিরা দোয়া চাইছে।

ইসলামী চিন্তাবিদদের মতে, মুসলমান নিধন বন্ধ না হলে এই গজবে চীনের ধবংস অনিবার্য। উল্লেখ যে, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আছে বলে গুজব ওঠলেও এর সত্যতা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন :