ওলামা ডেস্কঃ ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পিগোষ্ঠীর যুগ্ম নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ও কিশোর শিল্পী তাওহীদ জামিল। আজ বৃহস্পতিবার সন্ধায় রাজধানী ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তারা দুজনেই ছাড়া পান। বদরুজ্জামানের সাথে কথা বলে বিশ্বস্ত সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
কেন বা কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিলো এ বিষয়ে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে সমসাময়িক কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিলো।
এর আগে গতকাল রাত ৯টার দিকে সাভারে অবস্থিত স্মৃতিসৌধ এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য বদরুজ্জামানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রায় একই সময়ে পল্টনস্থ কলরব কার্যালয় থেকে কিশোর শিল্পী তাওহীদ জামিলকেও নিয়ে যায় ডিবি। এসময় অফিস থেকে ল্যাপটপ এবং কম্পিউটার নিয়ে নেন ডিবি কর্মকর্তারা।