শিরোনাম

কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ীকে মারধর

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী : কলাপাড়া উপজেলার মহিপর বাজারে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। রোববার বিকাল ৫ টায় উপজেলার মহিপুর চৌরাস্তার ব্যবসায়ী স্বাধীন সাইকেল স্টোর মালিক
মে: রুমান হোসেন (২৭) কে পাওনা টাকা চাওয়ার অপরাধে মারধর করা হয়।
তার পিতা আলী হোসেন জানান রাসেল এর কাছে দোকানের পাওনা টাকা রয়েছে আর এই পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আসছে। সর্বশেষ রবিবার বিকেলে রাসেলের কাছে পাওনা টাকা চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে তার সহযোগী সুমন, সবুজ ও সজীব সহ ৮/১০ দোকানে হামলা চালিয়ে মারধর করে।

বর্তমানে রুমান হোসেন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তার পিতা জানিয়েছেন। এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি তবে মোবাইলের মাধ্যমে ঘটনাটি জেনেছি, যে সামান্য কিছু টাকা নিয়ে দুই পক্ষেই মারামারি হয়েছে।
অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :