এম এ ইউসুফ আলী,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী নদীর ওপর চলাচল অনুপোযোগী আয়রণ ব্রীজটি ভেংগে ১১ ফেব্রুয়ারী সন্ধায় ট্রাক্টর টলি পারাপারের সময় চার জনসহ ব্রীজটি নদীতে ভেংগে পরে যায়। এতে তিন জন গুরুতর অসুস্থ্য হলে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা গুরুতর অসুস্থ্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
অসুস্থরা হলেন মোঃ সেলিম গাজী(৩৭)মোঃ শাহিন প্যাদা (৪০) মুজম্মেল হাং (৩৮) দূর্ঘটনার পর থেকে এক জন নিখোঁজ রয়েছেন।
প্রতক্ষদর্শীরা জানান, স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ টলিটি ঝুকিপূর্ন ব্রীজে মালামাল পারাপার করতে বাধ্যকরেন। স্থানীয়দের নিষেধ অমান্যকরে টলি পারাপার করলে এ দূর্ঘটনা ঘটে।
মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে আনিস প্যাদা (৪০ ) নিখোঁজ রয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল থেকে নিখোঁজ শ্রমিক আনিসের সন্ধানের জন্য ফায়ারসার্ভিস, পুলিশ, ডুবোরি এবং হাজারও জনগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ ঘটনা স্থলে পৌছেঁ জানান, তিন জন গুরুতর অসুস্থ ও এক জন নিখোঁজ রয়েছে।