আ.সা. আবু তালেব: মহান আল্লাহু তায়ালার জাতি সত্ত্বার নাম নিয়ে আল্লাহর ঘর মসজিদে জলি জিকির করলে এক শ্রেণির আলেম ফেতনা সৃষ্টি করে অশান্তি বিরাজের চেষ্টা চালালেও মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফেৎনাকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে একটি কাক অনবরত আল্লাহ আল্লাহ জলি জিকিরের ধ্বণিতে আকাশ – বাতাস মুখরিত করে তোলেছে।
মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাকের কন্ঠে সৃষ্টিকর্তার নামে জলি জিকির শুনে মুগ্ধ, বিমোহিত। কখনো গাছের ডালে, কখনো ঘরের চালে, কখনোবা রাস্তায় দাড়িয়ে ধ্যান মগ্ন হয়ে সুমধুর কলতানে তামাম দুনিয়া ও আখেরাতের মালিককে রাজি – খুশি করতে যেন ব্যস্ত ওঠেছে এ কাকটি।
নিউজটি শেয়ার করুন :