ডেস্ক রিপোর্ট:
চাকরি বাঁচাতে পোশাক শ্রমিকরা বাড়ি থেকে ফিরলেও করোনাভাইরাস আক্রান্ত সন্ধেহে ঘরে ঢুকতে দিচ্ছে না কোনো কোনো ভাড়া বাড়ির মালিক। বাড়িওয়ালাদের দাবি, করোনাভাইরাস আক্রান্ত নয় এমন সনদ এনে দেখালে তাদের ঘরে ঢুকতে দেওয়া হবে।
কারখানা চালুর খবরে শনিবার রাতে দেশের জায়গা থেকে কয়েক হাজার পোশাক শ্রমিক সাভার শিল্পাঞ্চলে ফিরে আসে। চট্টগ্রামে সি, ই, পি, জেড, সহ সকালে কাজে যোগদান করেছে। আবার কোনো কোনো কারখানা সোমবার তাদের উৎপাদন শুরু করবে বলে জানিয়েছে।
করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে কারখানা খোলার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। করোনাভাইরাসের মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। কিন্তু চাকরি বাচাঁতে তারা কাজে ফিরতে বাধ্য হয়েছেন।
গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “শ্রমিকদের শতভাগ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করে আজকে যে কারখানাগুলো খোলা হয়েছে তা শ্রমিকদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালু করা কোনোভাবেই উচিত হয়নি।”
সংগ্রহীত