শিরোনাম

কালবৈশাখী ঝড়ে লক্ষ্মীপুরে ভেঙ্গে দিল শতাধিক ঘরবাড়ি

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলা শহরের ৮নং লামচরী ওয়ার্ডে ঝড়ে বসত ঘর বিধ্বস্ত। ছবি প্রবাস সময়
লক্ষ্মীপুর: জেলায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ঝড়ের তান্ডব চলে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্থরা জানান, দুপুরে হঠাৎ করেই বৈশাখী ঝড়ের তান্ডব শুরু হয়। এ ঝড়ে জেলা শহরের ৮ নং লামচরি ওয়ার্ডে ২টি বসতঘর বিধ্বস্ত হয়। এতে ওই পরিবারের ৮ জন আহত হয়। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তান্ডবে জেলার ৫ টি উপজেলায় কমপক্ষে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতি হয় সয়াবিন, পাকাধান, শসা সব্জী, বাদামসহ বিভিন্ন ফসলের। জেলার বিভিন্নস্থানে উপড়ে ও ভেঙ্গে পড়েছে সহস্রাধিক গাছপালা।

রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যাহ ইউনিয়নের জনতা বাজার, কামাল বাজার, চেয়ারম্যান বাজারের ৪টি জামে মসজিদ। প্রবল ঝড়ো হাওয়া ভেঙ্গে নেয় টিপু সুলতান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ। এছাড়াও জনতা বাজার নূরানী মাদরাসার টিনশেড ঘরটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন :