নিজস্ব প্রতিবেদক:
ইরানের বিপ্লবী গার্ড কুদস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার ঘটনায় ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিয়া মুসলিমরা।
শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে শিয়া মুসলিমরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সেখানে বক্তারা বলেন, ‘কাশেম সোলেইমানি মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য কাজ করছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এটি পছন্দ ছিল না। এ জন্য তাকে হত্যা করেছে তারা। শিয়া-সুন্নি মুসলমানরা মিলে এ হত্যার প্রতিবাদ করতে হবে।’
তারা আরও বলেন, ‘আমেরিকা মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করতে তালেবান, আল কায়েদা, আইএসের মতো জঙ্গি সংগঠন তৈরি করেছে। এগুলো বন্ধে বড় ভূমিকা রেখেছিলেন কাশেম সোলেইমানি। এ জন্য আমেরিকা ও তাদের পা চাটা গোলাম সৌদি আরবের বিষয়টি ভালো লাগেনি। যে কারণে তাকে হত্যা করা হলো।’
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শিয়া মুসলিমদের আলেম মো. মীর আশরাফুল আলম, মাওলানা সৈয়দ ইশতিয়াক ররেজা হাবিব, হাশেম আব্বাস, আফতাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (৮ জানুয়ারি) ইরানের স্থানীয় সময় ভোরের দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আল-আনবার প্রদেশে ‘আইন আল-আসাদ’ ও কুর্দিস্তানের এরবিলে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এ হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ৮০ জন মার্কিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।