জীবন যুদ্ধে এগিয়ে যাও
কিশোর তরুণ ভাই,
সফল মানুষ হতে হলে
মেহনত করতে হয়।
কিসের এত ভয় তোমার
ক্ষুদ্র জীবন নিয়ে,
ইচ্ছে থাকলে সাজাতে পারো
লাখো গোলাপ দিয়ে।
সৎ পথে চলতে থাকো
করো সৎ কর্ম,
সবার আগে মানতে হবে
আছে তোমার ধর্ম।
ভালো মানুষ হতে হলে
ভালো কাজ করো,
জীবন নামের বৈঠাটাকে
শক্ত হাতে ধরো।
স্বপ্ন একদিন পূরণ হবে
থাকে যদি আশা,
সবার মাঝে ছড়িয়ে দাও
প্রেম ভালোবাসা।
নিউজটি শেয়ার করুন :