শিরোনাম

কিস্তি পরিশোধে এনজিওগুলোর কড়াকড়ি নির্দেশ!

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: সরকারি নির্দেশ অমান্য করে বাংলাদেশের বিভিন্ন স্থানে এনজিওগুলো তাদের কিস্তি আদায়ে বেপরোয়া হয়ে ওঠেছে। এনজিও কর্মীরা এখন গ্রামে গ্রামে ঘুরে ঋণ নেওয়া লোকজনকে কিস্তি পরিশোধের জন্য কড়াকড়ি চাপ প্রয়োগ করছে।

প্রাণঘাতী নভেল করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় লোকজন কিভাবে কিস্তি পরিশোধ করবে, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছে। করোনায় এই ক্লান্তি লগ্নে মুন্সীগঞ্জের লৌহজংয়েও এনজিওগুলো প্রাণঘাতী করোনায় কিস্তি পরিশোধে চাপ সৃষ্টি করলে লোকজন পরিশোধে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেছে এনজিওগুলো।

করোনায় অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করার মূহুর্তেই এনজিওগুলোর এরূপ আচরণ মরার ওপর খড়ার ঘায়ের মতোই। তাদের এরূপ আচরণ সচেতন মহলকে বিস্মিত করেছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন :