ওলামা কণ্ঠ ডেস্ক: সাগরে মাছ ধরে ফিরে আসার সময় ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর অন্তত ছয় মাঝিমাল্লাসহ ছয়টি ট্রলার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকাল ৯টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের অদূরে ট্রলারগুলো নিখোঁজ হয় বলে নিশ্চিত করেছেন বাঁশখালী চাম্বল বাংলাবাজার ফিশিং ট্রলার সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম।
তিনি জানান, তার মালিকানাধীন এফবি মুশফিক ও তার মাঝি নবী হোসেন, এফবি ফারক, এফবি কেফায়েত উল্লাহ ও এফবি নন্না মিয়াসহ অন্তত ছয়জন মাঝিমাল্লাহ ছয়টি ট্রলার নিখোঁজ হয়। অপর দুই ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লার নাম তিনি জানতে পারেননি।
তিনি আরো জানান, গত ২৩ জুলাই সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরে বাঁশখালীর কয়েক শ’ ট্রলার মাছ ধরার জন্য সাগরে রওনা দেয়। প্রতিটি ট্রলারে ১৫ থেকে ২০ জন করে মাঝিমাল্লা রয়েছে। ঝড়ের কবলে পড়া ওই ছয় ট্রলারের অন্য মাঝিমাল্লারা অন্যান্য ট্রলারে উঠতে সক্ষম হন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোস্টগার্ড ও থানাকে অবহিত করেছেন।