শিরোনাম

কুবিতে গাঁজা, হাতুড়িসহ ছাত্রলীগের ৩ নেতা আটক

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি:
গাজা, হাতুড়িসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক জসীম উদ্দিন বিজয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার করসহ তিনজনকে আটক করেছে হল প্রশাসন।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নং কক্ষ থেকে তাদের আটক করে হল প্রশাসন। পরবর্তীতে ওই রুমটি সিলগালা করে তাদের হল থেকে বের করে দেয়া হয়।

ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন বিজয় বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষার্ষের শিক্ষার্থী এবং সজীব পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। অপরজন হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খলীলুর রহ্মান শিবলু।

নিউজটি শেয়ার করুন :