শিরোনাম

কুমিল্লায় করোনায় নতুন ৩ জন সহ মোট ৩৫ জন আক্রান্ত

 

কুমিল্লা প্রতিনিধি: করোনা ভাইরাসে কুমিল্লার বুড়িচং এ ২ জন ও দাউদকান্দিতে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক জনের।

এ পর্যন্ত ৫৯৩ জন করোনায় সন্দেহভাজন ব্যাক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ৪৭৫ জনের রির্পোট এসেছে। এর মধ্যে ৩৫ জনের ফলাফল পজেটিভ পাওয়া গেছে, বাকিদের ফলাফল নেগেটিভ এসেছে।

কুমিল্লা জেলায় কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা ৪ হাজার ৮৭৪ জন। ইতোমধ্যে ৩ হাজার ৪২২ জন মুক্তি সনদ পেয়েছে। বর্তমানে ১ হাজার ৪৫৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।

নিউজটি শেয়ার করুন :