শিরোনাম

কুমিল্লা দক্ষিণে ইশা ছাত্র আন্দোলন’র স্কুল প্রতিনিধি সভা

 

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: গতকাল ২৭/০৯/২০১৯ ইং রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় লাকসাম আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা স্কুল বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক আবু জাফর সালেহের সঞ্চালনায় স্কুল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কলেজ বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব।

প্রধান অতিথি বলেন, আজ সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারি দলের নেতা-কর্মীরা অবৈধভাবে টাকার পাহাড় গড়েছে। আজ দেশ এবং সমাজের প্রতিটি স্তরে নৈতিকভাবে বিপর্যস্ত লোকেরা নেতৃত্বের আসনে বসে আছে। তাদের মাধ্যমে সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির আখড়া চলছে। এমতাবস্থা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করতে সৎ লোকদেরকে নেতৃত্বের আসনে বসাতে হবে।

তিনি আরো বলেন, আজকের ছাত্ররা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই ছাত্র সমাজকে সচ্চরিত্রবান করে গড়ে তুলতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র সমাজকে আগামী দিনে নেতৃত্বের যোগ্য ও সচ্চরিত্রবান করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ শাখার সভাপতি মনির হোসাইন। আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমাদ রায়হান, কলেজ সম্পাদক সোহেল আহমেদ, সাহিত্য সম্পাদক নুরে আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :