শিরোনাম

কুরআন পোড়ানো ও রাসূল (সা)’র প্রতি ধৃষ্টতা বন্ধ না করলে আগুন জ্বলবেঃ অধ্যক্ষ ইউনুছ আহমাদ

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান আজ রবিবার এক বিবৃতিতে সুইডেনে কুরআন পোড়ানো ও ফ্রান্সে রাসূল সা.-এর অবমাননার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ইদানিং বিশ্বের কয়েকটি দেশে সিন্ডিকেটভিত্তিক কুরআন অবমাননা ও রাসূল সা.-এর ব্যঙ্গ চিত্র প্রকাশের ধৃষ্টতায় নেমেছে।

এর পূর্বেও শার্লি হেবদো ম্যাগাজিনে রাসূল সা.কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলামনদের হৃদয়ে চরম আঘাত করলে বিশ্বব্যাপী আল্লাহ ও নবীপ্রেমিক জনতা প্রতিবাদ মুখল হলে তারা পিছু হটে। সুইডেন কুরআন ও ফ্রান্স সরকার এদের ধৃষ্টতা বন্ধ না করলে বিশ্বের দুইশ কোটি মুসলমান নিরবে বসে থাকবে না। বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। নেতৃবৃন্দ এর দায়ে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করার দাবি জানান।

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাসূল সা.-এর ব্যঙ্গচিত্র ও কুরআন-এর অবমাননা সরাসরি ইসলামের সাথে শত্রুতা করার শামিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশ্বের কোন মানুষ রেহাই পায়নি, এবারও পাবে না। রাসূল সা.এর অবমাননা মুসলমানরা সহ্য করতে পারে না।

নিউজটি শেয়ার করুন :